1. info@www.dainikvoreralap.com : ভোরের আলাপ :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে: নাহিদ ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ পরিচালনার জন্য নতুন সংবাদ মাধ্যমের প্রয়োজনীয়তার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। দেশকে নতুন করে গড়তে হলে তথ্যপ্রবাহের মাধ্যমও হতে হবে নতুন ও গণমুখী।”

রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় তিনি আরও বলেন, “সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন না হলে সেটি টেকসই হয় না। তাই সময় এসেছে গণপরিষদের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনার।”

পথসভায় স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে পরিবর্তনের দাবি তুলে ধরেন এবং এনসিপির কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ মানে শুধু নতুন নেতৃত্ব নয়, নতুন চিন্তা, নতুন মিডিয়া, নতুন বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো। এই জন্য দরকার গণচাপ, এবং তার প্রথম ধাপ হচ্ছে গণপরিষদ নির্বাচন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট